ভোলা প্রতিনিধি॥ভোলা-৩ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামীলীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের কোন কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি তজুমদ্দিনে নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা মানুষগুলোকে চরে একটানা ১৫ বছর শোষণ করেছে। চরের এই উদ্বাস্তু মানুষের ভাগ্যটকুও তারা পরিবর্তন করতে পারেনি। নিন্ম আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামিলীগ।
বুধবার (১৫ জানুয়ারী) তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল ও চরজহির উদ্দিন সফরকালে জনসভায় চরের খেটে সাধারণ মানুষের উদ্দেশ্যে মেজর হাফিজ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, সীমাহীন দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা-গুমের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামিলীগ। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ তাদের পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হবে।
জনসভায় তজুমদ্দিন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, সাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সোনাপুর ইউনিয়ন বিএনপি সম্পাদক জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কামাল, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু, যুগ্ম আহবায়ক মো. শাজাহান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমূখ।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন