মো. নুরতাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ইসরায়েলি গনহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে নড়াইলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মা বাদ নড়াইলের সর্বস্তরের জনগন উদ্যোগে নড়াইল কেন্দ্রিয় জামে মসজিদের সামনে এই প্রতিবাদি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সেক্রেটারি মো: হাসিবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মিনহাজুল ইসলাম, আব্দুল্লাহ নুর সহ আরো অনেকে।
এসময় বক্তারা জনগনের প্রতি ইসরায়েলি পন্য বয়কট করা এবং জাতিসংঘের মাধ্যমে দ্রুত যুদ্ধ বন্ধের আহবান জানান। সর্বশেষ অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন