ভোলা প্রতিনিধি॥ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিন শাখর কমিটি গঠন গঠন করা হয়েছে। শনিবার বিকালে বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাসনে বজ্রগোপাল টাউন হলে এ কমিটি ঘোষনা করা হয়। এতে মাওলানা মুফতি মো. নুরউদ্দিনকে সভাপতি ও মাওলানা গোলাম মোর্শেদকে সহ-সভাপতি ও মাওলানা আবব্বাস উদ্দিনকে সেক্রেটারী করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
চরফ্যাসন সদরের বজ্রগোপাল টাউল হলে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর চরমোনাই উপস্থিত থেকে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষনা করেন।
প্রধান অতিথির বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশর মোহতারাম আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর চরমোনাই বলেন, সংখ্যা অনুপাতিক নিবাচন ব্যাতিত প্রত্যেক নাগরীকের ভোটের অধিকার নিশ্চিত করা হয় না। একমাত্র সংখ্যা অনুপাতিক নির্বাচনের মাধ্যমেই সকল ধরনের ভোট ডাকাতি ও পেশী শক্তির ব্যবহার রোধ করা সম্ভব।
তিনি আরো বলেন, ইসলামী শাষন ব্যতিত জনগনের স্থানী শান্তি ও মুক্তির আশা করা যায়না। যার উজ্জল দৃষ্টান্ত স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হওয়ার পরও বাংলাদেশের মানুষ স্থায়ী ভাবে শোষণ থেকে মুক্তি পায়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষের কল্যানে স্থায়ী শান্তি ও মুক্তির জন্য দেশবাসীর প্রতি আহব্বান জানান।
সদ্য সাবেক সভাপতি হাজী আলাউদ্দিন তালুকদার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরিশাল বিভাগীয় সংগঠনিক সম্পাদক উপাধক্ষ্য মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসটি/এমএইচ