কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্তের রাখাইন অংশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সোমবার (৫ মে) উপজেলার শাহপরীর দ্বীপ ও হোয়াইক্যং সীমান্তের মানুষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এতে টেকনাফ সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
স্থানীয়রা জানান, রোববার ও সোমবার সীমান্তের রাখাইন অংশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি স্থানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে গোলাগুলি বা বিকট কোনো শব্দ শোনা যায়নি।
শাহপরীর দ্বীপের জেলে ইমাম হোসেন বলেন, সীমান্তে ধোঁয়া দেখা গেলেও কোনো ধরনের গোলাগুলির শব্দ শোনা যায়নি।
হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা রহমত উল্লাহ বলেন, রোববার থেকে ওপারে মিয়ানমার রাখাইনের নাইচদং গ্রামের কয়েকটা জায়গায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই।
রোহিঙ্গা নেতা সৈয়দ আলম এ বিষয়ে বলেন, রাখাইনের যেসব গ্রাম ছেড়ে রোহিঙ্গারা পালিয়েছেন আরাকান আর্মির সে গ্রামের রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় বলে শুনেছি। এ কারণে আগুন ও ধোয়া দেখা গেছে।
স্থানীয়দের মাধ্যমে জেনেছি টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে জানিয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন