মোঃ বাবর আলী, কালিয়া, নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ ফাইভ প্রাপ্তদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে আজিজ এন্ড মারওয়া
ট্রাষ্ট এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় জিপিএ ৫ প্রাপ্ত ৮২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে তিন হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ তুলে দেন ট্রাষ্টের সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশেষ জাহাঙ্গীর আলম।
এ সময় আর উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিক ফারুক দাদা ভাই, কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু,কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বী কামাল, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সারাফাত হোসেন প্রমুখ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আজিজ এন্ড মারওয়া ট্রাষ্টের সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমার এই কল্যাণ ট্রাস্ট সবসময় কৃতি শিক্ষার্থী ও সমাজের অসহায় অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবে।