নড়াইল প্রতিনিধি:
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন একটা কুচক্রি মহল সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। মানুষ এখন নির্বাচন মুখি, মানুষ নির্বাচন চায়। তিনি সরকারের কাছে আহবান করেন যাতে আগামী ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র মূলক ও অপপ্রচার এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে চাচুড়ি বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে সকলে এক সাথে বিশাল এক মিছিল নিয়ে চাচুড়ী বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। সমাবেশ শেষে চাচুড়ী বাজারে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় কালিয়া উপজেলার সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক স.ম রকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ্ন্দ উপস্থিত ছিলেন।