কেশবপুর, যশোর
কেশবপুরে নিজ পরিবারের উপর অভিমান করে আকুব্বর আলী শেখ (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ মে-২৫) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে আকুব্বর আলী শেখ (৫৫) তার স্ত্রী শাহানারা বেগমের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোমবার রাতে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে স্ত্রীর উপর অভিমান করে পরিবারের সকলের অগোচরে ওই রাতেই বাড়ির পাশে গুতিমারি বিলে জাম গাছের ডালের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গলায় রশি দিয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন