পাঠক বার্তা ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন । বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে তিনি সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন। তার আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও সিলেটে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
রোববার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে রওনা হবেন খালেদা জিয়া। প্রায় ১০ ঘণ্টার যাত্রা শেষে সোমবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর একই ফ্লাইট ঢাকায় পৌঁছাবে সকাল ১০টা ৫০ মিনিটে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন