সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
Headline
মাগুরা সদর কৃষি অফিসারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ শত কোটি টাকার প্রতারনা চক্রের মূলহোতা জোছনা গ্রেপ্তার নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত নড়াইলে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন: কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার-আব্দুল আজিজ বিএনপি ক্ষমতায় গেলে নারী ক্ষমতায় বৃদ্ধি করা হবে – মনিরুল ইসলাম নড়াইলে নবাগত পুলিশ সুপারের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী তাজুল ইসলাম কালিয়ায় শিশু সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও ছাত্রশিবিরের উদ্যোগে নড়াইল নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :
Wellcome to our website...

খাসজমি দখল করে বিএনপির নেতার মার্কেট ও পার্টি অফিস নির্মান

Reporter Name / ২৪ Time View
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৬ পূর্বাহ্ন

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা সদর বাজারে চর মানিকা ইউনিয়ন পরিষদ এবং বাজারের সরকারী খাসজমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে দক্ষিণ আইচা থানা বিএনপির একাংশের সাধারন সম্পদক পরিচয়দানকারী ফারুক মাষ্টারের বিরুদ্ধে। ক্ষমতার দৃশ্যপট পরিবর্তনের পরপর বিএনপির ওই নেতা ক্ষমতার প্রভাবে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন জমিতে ১০টি এবং পরিষদ ভবনের পাশাপাশি অবস্থানে থাকা দক্ষিণ আইচা বাজারের সরকারি খাসজমিতে ২১টি পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এসব সরকারি জমি জবর দখল প্রক্রিয়া নির্বিঘ্নে করতে খাসজমি দখল করে দক্ষিণ আইচা থানা বিএনপি কার্যালয় স্থাপনেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।


ইউনিয়ন পরিষদ আর সরকারি খাসজমি দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ

খাসজমির জবর দখলকে নির্বিঘ্নে করতে নির্মান করা হয় পার্টি অফিস

জানাযায়, বৃহত্তর রসূলপুর ইউনিয়নকে বিভাজন করে ১৯৯৩ সনে ৯নং চর মানিকা ইউনিয়ন গঠন করা হয়। তখন পরিষদের অনুকূলে দক্ষিণ আইচা বাজারের উপর ১ একর জমি দলিল নেয়া হয়। ২০০৪ সনে পরিষদের নামীয় জমিতে ৪০ শতাংশ জুড়ে পরিষদ ভবন এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। পরিষদ ভবনের সামনে বাজার সড়ক সংলগ্ন ৬০ শতাংশ জমি খোলামেলা পরে ছিল। এই জমির ওপর এখন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারন সম্পাদক এবং তার ঘনিষ্টজনদের চোখ পরেছে। পরিষদ ভবনের লাগোয়া চর মানিকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পার্শবর্তী দক্ষিণ আইচা থানা সদর বাজারের এক একর সরকারি খাসজমিও বিএনপির এই নেতা জবর দখলে নিয়েছেন।দখলে নেয়া খাসজমিতে ২১টি দোকান ঘরের পাশাপাশি দক্ষিণ আইচা থানা বিএনপির কার্যালয় স্থাপন করা হয়েছে।খাসজমিতে গড়ে তোলা ২১টি ঘর দক্ষিণ আইচা থানা বিএনপি একাংশের সাধারন সম্পাদক হিসেবে পরিচয় দানকারী ফারুক মাষ্টার নিজের একক মালিকানায় নিয়েছেন।পাশাপাশি ইউনিয়ন পরিষদের জবর দখলকৃত জমিতে ১০টি পাকাঘর ফারুক মাষ্টারের ছত্রছায়ায় তার (স্বজন) মামতো ভাই বিএনপি কর্মী মো. স্বপন হাওলাদার, সুমন হাওলাদারের মালিকানায় গড়ে তোলা হয়েছে।

চর মানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের জানান, ২০১০ সনে দক্ষিণ আইচা থানা স্থাপনের পর দক্ষিণ আইচা বাজারটি থানা সদর বাজারে পরিনত হয়। থানা সদর বাজারে পরিনত হওয়ার প্রেক্ষিতে এই বাজারের জমির দাম হঠাৎ করে শতগুন বেড়ে যায়। ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর দক্ষিণ আইচা থানা বিএনপির একাংশের সাধারন সম্পাদক পরিচয়দানকারী ফারুক মাষ্টার ইউনিয়ন পরিষদ ভবনের সমনের পাকারাস্তা সংলগ্ন ১০টি পাকা ভিটা নির্মাণ কাজ শুরু করেন। একই সাথে পরিষদ ভবনের লাগোয়া চর মানিকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশের দক্ষিণ আইচা থানা সদর বাজারের ১ একর খাসজমিতে ২১টি পাকাঘর নির্মাণ করছেন। এই খাসজমির জবর দখলকে নির্বিঘœ করতে এখানে দক্ষিণ আইচা থানা বিএনপির কার্যালয়ের নাম দিয়েও একটি ঘর নির্মাণ করা হয়েছে।

অভিযোগ প্রসংঙ্গে দক্ষিণ আইচা থানা বিএনপির একাংশের সাধারন সম্পাদক পরিচয়দানকারী
ফারুক মাষ্টার জানান, পার্টি অফিস সংলগ্ন ওই জমি গুলো আমার বাবার মানিকানাধীন। তাই ওই জমিতে আমি মার্কেট নির্মান করেছি। সড়কের পাশের জমিতো খাস সে প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এবং ইউনিয়ন পরিষদের জমি দখল করে মার্কেট নির্মান প্রসংঙ্গে তিনি জানান, ওই জমি আমি জবর দখল করিনি। সেটা কারা করেছে আমার জানা নাই।

ইউনিয়ন পরিষদের জমি দখল করে মার্কেট নির্মান প্রসঙ্গে বিএনপি কর্মী সুমন হাওলাদার জানান, তারা বাবা নূরুল ইসলাম পরিষদকে এক একর জমি দান করেছেন। সামনের অংশের কিছু জমি পরিষদের নামে রেকর্ডভুক্ত হয়নি। তাই তাদের পৈতিক সম্পত্তি হিসেবে তারা ওই জমিতে বান্যিজ্যিক মার্কেট নির্মাণ করেছেন।

চর মানিকা ইউনিয়ন পরিষদ সচিব নান্নু মাতাব্বর জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদ প্রশাসককে অবহিত করেছি।

চরফ্যাশন বিআরডিবি কর্মকর্তা ও চর মানিকা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক হুমায়ুন করিব বলেছেন, তিনি সম্প্রতি পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।পরিষদ সচিব জমি দখলের বিষয় অবহিত করলেও বিশদ ভাবে তিনি কিছু অবগত নন। তাই খোঁজ-খবর নিয়ে এবং দালিলিক তথ্যাদি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

সহকারী কমিশনার (ভূমি) আবুল হাছনাত বলেছেন, তিনি ইতিমধ্যেই এই কর্মস্থল থেকে বদলীর আদেশপ্রাপ্ত হয়েছেন।তারপরও স্থানীয় ভূমি উন্নয়ন কর্মকর্তা (তহশীলদার)কে সরকারী খাসজমি রক্ষায় আইনী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেছেন,সরকারী খাসজমি কিংবা ইউনিয়ন পরিষদের জমি কোনটাই দখলের সুযোগ নেই। বিষয়টি এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি। আমি অবশ্যই ওই জমি জবর দখলমুক্ত করতে যা যা করা দরকার তা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর