চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥”অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উনয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
শনিবার ( ৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
সভায় চরফ্যাশন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার সহকারী সেক্রেটারী এড. এনামুল হক রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন শাখার সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মকর্তা রাশিদা বেগম, চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের প্রভাষক ফারহানা আফরোজ, এবং বি,জে,পি চরফ্যাশন শাখার যুগ্ম আহ্বায়ক মো.সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে নারীরা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। নারীদের আরো এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসটি/এমএইচ