ভোলা প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৯ টি নোঙর এবং বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছ, ও ৫২ টি বেহুন্দি জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত ৯ নোঙর নিলামে ২০ হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগরে জমা দেয়া হয়। এবং ৫০ কেজি মাছ গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন:ভোলায় ৪শ মন জাটকা জব্দ
রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ ও চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো.সাইফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নদীতে অবৈধ জাল নির্মূলকরণ ও অপাসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন