চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন সরকারি কলেজে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (২১শে ফেব্রুয়ারি)কলেজ প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন সকাল ৭টায় কালোব্যাজ ধারণ, প্রভাতফেরি, বিভিন্ন বিভাগ কতৃক শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহিদ দিবসের তাৎপর্য ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
একুশের প্রথম প্রহরে কলেজের শহিদ মিনারসহ কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের ঢল নামে। দেখা যায় সেই চিরচেনা দৃশ্য। সবার হাতে ফুলের স্তবক, পোশাকে শোকের কালো চিহ্ন আর কণ্ঠে একুশের অমর সেই বিষাদমাখা চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি।
এসময় সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক জাহিদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ।
এসময় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক ও দলনেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসটি/এমএইচ