ভোলা প্রতিনিধি॥ভোলার চরফ্যাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নকে বরন করতে মিছিলে মিছিলে মুখরিত করে চরফ্যাসন উপজেলা বিএনপি’র সংবর্ধনা অনুষ্ঠানে ১৫ হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করেছেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এড.রেজাউল করিম খন্দকার।
সোমবার (২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় দক্ষিণ আইচা থানা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকল,শ্রমিকদল,কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মী নিয়ে তিনি সংর্বধণা সভায় অংশ গ্রহণ।
এসময় আলহাজ্ব এড. রেজাউল করিম খন্দকার বলেন, নুরুল ইসলাম নয়ন চরফ্যাসন-মনপুরার মাটি ও মানুষের সন্তান। নুরুল ইসলাম নয়ন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক হওয়ার ৬ মাস পর তার মাতৃভূমি চরফ্যাসনে আসায় চরফ্যাসন-মনপুরার মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে। তিনি বিএনপি’র রাজনীতির মধ্যে স্বচ্ছ রাজনীতি করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আস্থাভজন নুরুল ইসলাম নয়নকে ভোলা-৪ আসনে মনোনয়ন দিয়ে পাঠাবেন বলে আমরা আশাবাদি।
চরফ্যাসনের মানুষ তাকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। এবং তাকে বিপুল ভোটের মধ্যে দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন বলে আমি আশা করি।
এসময় তার সঙ্গে প্রায় ১০ ইউনিয়নের বিএনপির অংঙ্গ সংগঠনের ১৫ হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন