চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম শাহ।
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
শহিদ উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , দক্ষিণ আইচা থানা বাংলাদেশ জাতীয় বাদী দল বি এন পি সহ- সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফারুক মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক ও বি এন পি নেতা মোঃ সিরাজুল ইসলাম সবুজ খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফয়েজ উল্লাহ বাবুল প্রমুখ, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চর মানিকা জালাল আহমেদ কলেজের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন , দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক মোঃ সিরাজ, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুস বি এস সি, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মিলন মাষ্টার। এই সময় উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারীর প্রধন শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মহিউদ্দিন বিপ্লব। বক্তব্য শেষে বিদায়ী ছাত্র- ছাত্রীদের সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আঃ ছালাম।
এসটি/এমএইচ