
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীর শেখ(৬০) ও তার ছেলে নাহিদ শেখ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের আব্দুল কাদের নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর অভিযুক্ত কবির শেখকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিক উপজেলার বাহির পাড়া বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শরিফুল ইসলাম পাঠক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। আর নিহত নাহিদ শেখ জাহাঙ্গীরের ছোট ছেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখ ওরফে মান্দারদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ইতোমধ্যে মামলার রায় জাহাঙ্গীরদের পক্ষে যায়, প্রতিপক্ষ কাউসার পুনরায় আদালতের দারস্থ হন। বুধবার সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বাহিরপাড়া মাঠে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গিয়েছিলেন জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষ কাউসার ও তার লোকজনের সাথে বাকবিতণ্ডা হয়। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হয়।
আরও জানা যায়, জাহাঙ্গীরের ছেলে নাহিদকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই বিকালের দিকে পথে তার মৃত্যু হয়। কাউসার পক্ষীয় আব্দুল কাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়ে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতদের স্বজন ও এলাকাবাসীর।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শরিফুল ইসলাম পাঠক বার্তাকে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে প্রথমে জাহাঙ্গীর নামের কৃষক ঘটনাস্থলে নিহত হয়েছেন, আহত অবস্থায় তার ছেলে নাহিদকে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত আছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।