নড়াইল প্রতিনিধি:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের নড়াইলে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ (আগষ্ট) বিকালে আছর নামাযের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নড়াইল জেলা শাখার আয়োজনে পুরাতন জামে মসজিদের সামনে থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদশিক্ষণ শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালীর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা আমির মাওলানা আব্দুল্লাহ আল আমিন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, নড়াইল সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আব্বাস আলী, জামায়াত নেতা শরিফুল ইসলাম, ফারুক হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে একটি ভয়ঙ্কর বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে আছে মাদক। মাদক শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও গ্রাস করে ফেলে। আমাদের যুব সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই হবে নিরলস, আপসহীন।
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল নানান ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায় আমাদের উন্নতির ধারাকে ব্যাহত করতে, জাতিকে বিভক্ত করতে। কিন্তু আমরা অতীতে যেমন ২০২৪ সালে ঝাঁপিয়ে পড়ে দেশকে রক্ষা করেছি, তেমনি আবারও যদি প্রয়োজন হয় আমরা একই সাহস, ঐক্য ও দৃঢ়তার সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। আবু সাঈদ মুগ্ধের মতো আমরা সবাই হবো যে কোনো পরিস্থিতিতে দেশ ও জাতির জন্য জীবন দিতে প্রস্তুত।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন