প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১:৫৬ পি.এম
জুলাই পুনর্জাগরণ -২০২৫ এর অংশ হিসাবে নড়াইলে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

নড়াইল প্রতিনিধিঃ
জুলাই পুনর্জাগরণ -২০২৫ এর অংশ হিসাবে নড়াইলে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নির্মানাধীন “জুলাই স্মৃতি স্তম্ভ “ এর পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
এ কর্মসুচির আওতায় “জুলাই স্মৃতি স্তম্ভ “ এরপাশে দুইটি কৃষ্ণচূড়া ফুল গাছের চারা রোপন করা হয়।
জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রূবাইয়্যাৎ, জেলা আইনজীবি সমিতির সভাপতি মোঃ তারিকুজ্জামান লিটু, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার,সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সৌরভ দেবনাথ,গনমাধ্যম কর্মিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন