ট্রাক - মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক, পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক ও দুমকী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু হানিফের।
গতকাল শুক্রবার রাত পৌনে বারোটার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে তিনি মোটর সাইকেল যোগে দুমকী থেকে বরিশাল যাওয়ার পথে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় হাইওয়ে রাস্তার পার্শ্বে গাছ ভর্তি থামানো ট্রাকের উপর আছরে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে তিনি। তাঁর মৃত্যুতে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ শোক বার্তা জানিয়েছেন।
আজ শনিবার সকাল নয়টায় পবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে দশমিনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন