জহর হাসান সাগর সাতক্ষীরা
তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা তুষার কান্তি হরি (৮৯) তার ও পরিবারের উপর বর্বর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন একই গ্রামের পিযুষ কান্তি হরির বিরুদ্ধে।
শুক্রবার (৩০ মে) তালা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তুষার কান্তি হরি লিখিত বক্তব্যে জানান, গত ২৫ মে ২০২৫ বিকাল ৬টার দিকে পিযুষ কান্তি হরি ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং অতর্কিতে হামলা চালায়। হামলায় পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের আঃ রউফ তার মুখমণ্ডলে আঘাত করে। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী গীতা রানী ও সেজো ভাইয়ের স্ত্রী বাসন্তিকেও মারধর করা হয়। এ সময় হামলাকারীদের মধ্যে ইসলামকাটি গ্রামের শামছুর রহমান, মিজানুর রহমান (মিনু), জামাল শেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জন ছিল বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তুষার কান্তি অভিযোগ করেন, হামলার সময় সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকির পাশাপাশি তাদের ভারত পাঠিয়ে দেওয়ার ভয় দেখায়। ঘটনাস্থলে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পূর্ব বিরোধের কারণ হিসেবে জমির দখল সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৭৬, তারিখ ২৬/০৫/২০২৫) করা হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত পক্ষ থেকে সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তুষার কান্তি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এবং আমার ভাইপোর পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। অথচ বিগত ও বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়েও পিযুষের মতো প্রভাবশালীরা আমাদের নির্যাতন করে যাচ্ছে।” তিনি দাবি করেন, ২০০৮ সালে পিযুষ তার সেজো ভাইয়ের ঘর দখল করে ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মিথ্যা মামলায় ফাঁসায় এবং হাজতে পাঠায়।
সংবাদ সম্মেলনে তুষার কান্তি হরি তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন