চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ১৬নং দক্ষিণ আইচা কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের ২২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে এবারের প্রতিযোগিতা বিষয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছিল।
শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই, নিজকে বাঁচাও বেলুন ফাটানো, জল ডাঙ্গা, বালিশ অপসারণ, বেত লাফ, স্টাম্পে বল নিক্ষেপ, পাখির বাসা, চোখ বেঁধে বল খুঁজা, বল নিয়ে ব্যাঙ লাফ বিশেষ আকর্ষণ অভিভাবকদের জন্য স্মৃতি শক্তি পরিক্ষা ইত্যাদি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল্লা দুলাল মাষ্টার জমিদাতা ও সভাপতি ১৬নং দক্ষিণ আইচা কো-ইড স্কুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. নয়ন মাস্টার, মো. আবুল কালাম ম্যানেজিং কমিটির সদস্য অত্রবিদ্যালয়, মো. জিয়াউদ্দিন, প্রধান শিক্ষক ৪৭নং চর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়, মো.আহম্মেদ ফয়সাল প্রভাষক দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ।
ক্রীড়া পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো.শামছুদ্দিন খোকন, তাসমিয়া রিমা, মো. ইব্রাহিম প্রমুখ। অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যগণ। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ।
প্রতিযোগিতা শেষ হওয়ার পর প্রধান শিক্ষক, এবং অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁরা প্রত্যেকেই তাঁদের বক্তব্যে ক্রীড়ার সুফলের দিকটি সুন্দরভাবে উপস্থাপন করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী দুইটি পর্বই ছিল অত্যন্ত সুবিন্যস্ত। ক্রীড়ানুষ্ঠানটি সফল করার জন্য অধ্যয়নরত শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন