চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দক্ষিণ আইচা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টস নামক ভাগ্য পরীক্ষায় প্রথমে যুব শক্তি ক্রিকেট একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেন, ১৫ ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ হয় ১৪৩ টি রানের জবাবে , জয়ের জন্য ৮ নং ওয়ার্ড ক্রিকেট একাদশ ১৩.৪ বল খেলে ৬ উইকেট হারিয়ে ১৪৪ টি রান সংগ্রহ করে জয় লাভ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক,সাইফুল ইসলাম ফারুক মাস্টার, দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার, দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান, চরমানিকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুতাহের মাস্টার,থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী কবির ,জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মোঃ ইলিয়াস ,থানা শ্রমিক দলের সভাপতি হারুন আকন,যুব নেতা নজরুল হাওলাদার, যুব নেতা ও সাংবাদিক আনিছুর রহমান সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথি বৃন্দরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। সময় বিজয় দলকে ট্রফি এবং ত্রিশ হাজার টাকার প্রাইজ মানি ও মেডেল তুলে দেওয়া হয়। রানার আপ দলকে ট্রফি ও বিশ হাজার টাকার প্রাইজ মানি এবং মেডেল তুলে দেওয়া হয়। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করেন দক্ষিণ আইচা থানা বিএনপি, খেলাটি পরিচালনায় করেন দক্ষিণ আইচা থানা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার এইচ এম সোহেল।