নেত্রকোনার দুর্গাপুর-পূর্বধলা ডেওটুকোন ফেরীঘাট দিয়েই নেত্রকোনা জেলা শহরে যাওয়ার একমাত্র মাধ্যম। সরকার নির্ধারিত ফি নেয়ার কথা থাকলেও নৌকা পারাপারে সাধারণ যাত্রীদের কথা ভেবে, অর্ধেক ভাড়া নেয়ার ঘোষনা দিলেন ইজারাদার মো. বাবুল মিয়া।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন তিনি।
ইজারাদার মো. বাবুল মিয়া বলেন, ১লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত চলতি ১ (এক) বছরের জন্য নেত্রকোনা জেলা পরিষদের দরপত্রের মাধ্যমে ওই ফেরীঘাট আমার নামে ইজারা প্রদান করা হয়। জনসন্তুষ্টি বজায় রেখে বিগত দিনগুলি পারাপারে ইজারা আদায় করা হয়েছে। দুর্গাপুর-কলমাকান্দা এলাকার জনমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের পরামর্শে সাধারণ যাত্রীদের কথা ভেবে জন প্রতি পাঁচ টাকা, মোটরবাইক ১০ টাকা এবং মালামালসহ সিএনজি/ভ্যান ৩০ টাকা করে নেয়ার ঘোষনা দেন ইজারাদার বাবুল মিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমন সরকার, নুরুল আমীন, আলা উদ্দিন, বরকত খান প্রমুখ।
এমএম
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন