মোঃ আরিফুল বিশ্বাস,নড়াইল
নড়াইলে যৌথবাহিনীর অভিযানে ১৩ মামলার এজাহার ভূক্ত আসামী সবুজ মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুবজ মোল্যা নড়াইল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি কবিরুল হক মুক্তি এর সহযোগী। বিভিন্ন মামলা থাকার কারনে কবিরুল হক মুক্তি বর্তমানে পলাতক আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্যের ভিত্তিতে ৩০ এপ্রিল ভোরে গোপন নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী কালিয়া থানার চাচুড়ি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা,পুরুলিয়া গ্রামে যৌথ অভিযান চালান। এ সময় ১৩ টি মামলার এজহারভুক্ত আসামী সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ০৭ টি দেশিয় অস্ত্র (রামদা), ১০টি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সবুজ মোল্যা বিভিন্ন সময় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শণ করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আওয়ামী সরকারের পতনের পর থেকে সবুজ মোল্যা বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। বর্তমানে সে বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নড়াইলে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ শাহাদারা খান (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত দ্রব্য সামগ্রী ডিবি হেফাজতে রয়েছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন