প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:২৭ পি.এম
নড়াইলে যৌথ বাহিনীর অভিযান

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাতে নড়াইল পৌরসভার বউ বাজার এলাকায় নড়াইল যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময় সড়কে চলাচল করে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নিয়ম-অমান্য করায় ৩ টি মামলা দায়ের , ৮ টি মোটরসাইকেল,১ টা মাইক্রোবাস আটক এবং বিভিন্ন যানবাহনের ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনীর নড়াইলের ক্যাম্পের মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন