নড়াইল প্রতিনিধিঃ
আগামী ৩০শে মে নড়াইলের কালিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হবে। এই উপলক্ষে নড়াইলের কালিয়া এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৪ মে) কালিয়ার চাঁচুড়ী ইউনিয়নে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিগত সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আগামী ৩০ শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কালিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠান বাস্তবায়নের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করার আহ্বান জানান।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন