
নড়াইল (কালিয়া) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ার যোগানিয়া ডুমারিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী, এলাকাবাসী ও স্বজনদের মানববন্ধন পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার যোগানিয়া বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আল মামুনের সহপাঠী, পরিবারের সদস্য ও হাজারো এলাকাবাসী।
মানববন্ধনে পরিবার ও সহপাঠীরা দাবি করে বলেন, এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান শিমুল নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি।
উল্টো নিহত আল মামুনের পরিবার হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আল মামুনের বাবা মোঃ হাবিবুর রহমান মোল্লা, বড়বোন মুসলিমা, ভাবী কারিমা ইসলাম,জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলাম, শিক্ষক শামীম আহমেদ ভূইয়া, খাইরুল ইসলাম সহ অনেকে।
গত ২২ জুলাই স্কুল শিক্ষার্থী আল মামুনকে যোগানিয়া বাজারের প্রহ্লাদের সেলুন থেকে কাছে গিয়ে আঘাত করে কিশোরগঞ্জ সদস্য শিমুল নন্দী।
পরবর্তীতে আহত আল মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলো প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেনি চিকিৎসক।
পরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুন চলতি মাসের ১২ তারিখ ভোরে মারা যান।
এ ঘটনায় নিহত আল মামুনের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে নড়াগাটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ (১৮) অন্যদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন ভুক্তভোগী পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সোচ্চার রয়েছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন