নতুন বছর শুরু হয় নতুন সম্ভাবনা, আশা ও ভালোবাসার বার্তা নিয়ে। এই সময় প্রিয়জনকে একটি সুন্দর উপহার দেওয়ার মাধ্যমে আপনার ভালোবাসা ও যত্ন প্রকাশ করতে পারেন। উপহারটি নির্বাচন করতে পারেন প্রিয়জনের চিন্তা, ব্যবহারিক দিক বা তাদের বিশেষ কোনো শখের সঙ্গে মিল রেখে। যেমন– ডায়েরি হতে পারে একটি অসাধারণ উপহার। নতুন বছরে কেউ যদি তাঁর লক্ষ্য নির্ধারণ বা প্রতিদিনের কাজ পরিকল্পিতভাবে সম্পন্ন করতে চান, তবে একটি ভালো মানের ডায়েরি উপহার দিয়ে তাঁকে অনুপ্রাণিত করতে পারেন। এতে আপনি একটি ব্যক্তিগত বার্তাও লিখে দিতে পারেন, যা তাঁকে আরও উৎসাহিত করবে।
যদি আপনার প্রিয়জন বইপ্রেমী হন, তবে তাঁর প্রিয় লেখকের একটি নতুন বই তাঁকে উপহার দিতে পারেন। বইয়ের শুরুতে নতুন বছরের শুভেচ্ছা বার্তা লিখে দিলে এটি আরও ব্যক্তিগত এবং অর্থবহ হয়ে উঠবে। আবার হাতে তৈরি কিছু দিতে পারেন, যেমন– একটি কার্ড তৈরি করে ছোট একটি গিফট বক্সে চকলেট বা হাতে লেখা ছোট নোট দিয়ে সাজিয়ে উপহার দিলে তা আরও স্মৃতিময় হয়ে উঠবে।
নতুন বছরের শুরুতে মায়ের জন্য একটি সুন্দর শাড়ি হতে পারে উপযুক্ত উপহার। যদি তিনি রান্নায় আগ্রহী হন, তবে কোনো নতুন রান্নার বই দিতে পারেন। আপনি চাইলে তাঁর নাম দিয়ে কাস্টমাইজড একটি মগ বা ব্যাগও উপহার দিতে পারেন, যা আপনার মায়ের জন্য বিশেষ কিছু হয়ে উঠবে। এ ছাড়া একটি ইনডোর প্লান্টও হতে পারে চমৎকার উপহার। এটি নতুন বছরের সতেজতার প্রতীক হিসেবে কাজ করবে।
বর্তমানে অনলাইনে বিভিন্ন পেজে কাস্টমাইজড গিফট পাওয়া যায়। যেমন– মিস্টার গিফট ম্যান, শ্যাডো ইত্যাদি। বিভিন্ন পেজ ও গিফট শপের দোকান ঘুরে জানা যায়, এ বছর কাস্টমাইজড গিফটের চাহিদা বেশি। প্রিয়জনের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন কিছু যেমন– চাবির রিং, পারফিউম, ওয়ালেট, কলম, কাস্টমাইজড মগ, টি-শার্ট, ক্যালেন্ডার বা একটি ফটো ফ্রেমের চাহিদা বেশি। সব শেষে উপহারটি সুন্দরভাবে প্যাক করতে ভুলবেন না। একটি আন্তরিক বার্তা বা শুভেচ্ছা কার্ড সংযুক্ত করুন।
গিফটের সবচেয়ে বড় মূল্য নির্ভর করে সেটির আবেগগত গুরুত্বের ওপর। দামি বা বড় গিফটের চেয়ে নিজের হাতে কিছু তৈরি করা কিংবা আন্তরিকভাবে বেছে নেওয়া উপহারই প্রিয়জনদের বেশি খুশি করবে। ছোট বা বড় যা-ই হোক না কেন, আপনার আন্তরিকতা এবং ভালোবাসা সেটিকে অসাধারণ করে তুলবে। নতুন বছরে এটি আপনার সম্পর্ক আরও গভীর এবং একটি সুন্দর স্মৃতি তৈরি করবে।
এসটিপি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন