নেত্রকোনার কলমাকান্দায় ডেনকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোসাফর হোসেন রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। মোসাফর হোসেন রিপন উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামের মো: হাজী মুসলিমের পুত্র।
জানা গেছে, উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি নামক এলাকায় ডেনকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালান। পরে সেখানে বালু উত্তোলন করা অবস্থায় মোসাফর হোসেন রিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার বিষয়ে মুচলেকা দেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।
এসটিপি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন