নড়াইল প্রতিনিধি:
নানা আয়োজনে নড়াইলে পালিত হল দেশের জনপ্রিয় বে-সরকারি টেলিভিশন “ মাছরাঙ্গা ” টেলিভিশন এর ১৪ তম বছর পূর্তি অনুষ্ঠান। বুধবার ৩০ জুলাই এ উপলক্ষে “মাছরাঙ্গা” টেলিভিশন, দর্শক ফোরাম, নড়াইল এর আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় একটি র্যালী নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ এস,এম আব্দুল হক এর সভাপতিত্বে নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এম মাহবুবুর রশীদ লাবলু, মাছরাঙ্গা টেলিভিশন, নড়াইলের রির্পোটার মীর্জা নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ,“ মাছরাঙ্গা ” টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদনসহ বিভিন্ন অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নিয়েছে। তাদের এই ধারা অব্যাহত রাখাসহ “ মাছরাঙ্গা ” টেলিভিশনের সর্বাঙ্গিন মঙ্গল ও উন্নতি কামনা করেন বক্তারা।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন