ভোলা প্রতিনিধি॥ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের একদিন পর মমিন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী নাসির ডালির বাগানে মরাদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পরে পুলিশ এসে মমিনের লাশ উদ্ধার করেন।
মমিন বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ডালি বাড়ির মহিউদ্দিনের ছেলে।
এ বিষয়ে মমিনের নানি জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রিুয়ারি) দুপুর থেকে মমিন নিখোঁজ ছিল। খেলা করতে যাচ্ছে বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। আমরা অনেক খোঁজা খুঁজি করেছি, মাইকিং ও করিয়েছি। আজ সকাল ৭ টায় আমাদের পার্শ্ববর্তী একজন জুরুরি কাজ সারতে নাছির ডালির বাগানের দিকে গেলে লাশ দেখে চিৎকার দেয়।
এ বিষয়ে দেউলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফয়েজ জানান,গতকাল থেকেই নিখোঁজ ছিলেন, আজ সকালে স্থানীয়রা লাশ দেখে চিৎকার দেয় পরে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন