
নড়াইল অফিস:
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শুক্রবার (২৯ আগস্ট) বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিংকন বিশ্বাস অত্যন্ত আন্তরিক ও দক্ষতার সাথে জেলা প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। বিশেষ করে নড়াইলে অতিরিক্ত জেলা প্রশাসক এর দায়িত্ব পালনকালে প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সরব ভূমিকা সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। তাঁর কর্মজীবনের শুরু থেকেই সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রশাসনে সুনাম অর্জন করেছেন।
তাঁর এই পদোন্নতিতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হক এবং সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় তারা বলেন, “ নড়াইলের অতিরিক্ত জেলা (সার্বিক) লিংকন বিশ্বাস একজন সৎ, পরিশ্রমী ও কর্মদক্ষ কর্মকর্তা। পদোন্নতি আমাদের জন্য আনন্দের সংবাদ। আমরা বিশ্বাস করি, তিনি ভবিষ্যতেও একই রকম দায়িত্বশীলতার সাথে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।”
এছাড়াও পদোন্নতির এ সংবাদে নড়াইলের সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন