নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের করুন মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিফাত শেখ ওই গ্রামের খায়রুল শেখের ছেলে। সে স্থানীয় চর দৌলতপুর স্বরস্বতী একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রিফাত বাড়ির পাশে মাঠে কৃষিজমিতে কর্মরত তার দাদাকে খাবার দিতে যায়। পরে ফিরে আসার সময় পায়ের কাঁদা ধোঁয়ার জন্য পাশের একটি পুকুরঘাটে নামে। এ সময় সে পা পিঁছলে পড়ে যেতে গেলে মাথার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ধরে দাড়িয়ে থাকার চেষ্টা করে। বিদ্যুতের তারে সজোরে টান লাগায় সংযোগ ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত শেখ নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।