নড়াইল প্রতিনিধি:
“করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের উদ্যোগে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্ব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপ-পরিচালক মো: গোলাম রসুল, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ স্কুল প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজ সচেতনতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কিশোরীদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
পরিশেষে উপস্থিত কিশোরীদের মাঝে সঞ্চয়ের টাকা, বিনামূল্য প্রশিক্ষণ সামগ্রী স্যানেটারী নাপকিন, খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণের পাশাপাশি সকল কিশোরী, অভিভাবক, শিক্ষকমন্ডলী, উপস্থিত অতিথি সহ বাল্য বিবাহকে না বলুন শপথ নিয়ে প্লেকার্ড প্রদর্শন করা হয়।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন