নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিন এসইডিপি এর আওতায় এই পুরষ্কার বিতরন করা হয়।
সোমবার ২৮ জুলাই বেলা ১২ টার দিকে নড়াইল সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল। জেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস।
অনুষ্ঠানে নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতিগন ও অভিভাবকগন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এস এস সি ও এইচ এসসি সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য ৩৫ জন শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ, অভিবাদন ও নগদ অর্থ প্রদান করা হয়।
নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের কৃতিশিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন