প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৭:৫৮ পি.এম
নড়াইলে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক ও কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আশেপাশে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের অংশ হিসেবে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীর মাঝে বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে পতিত জমিকে চাষযোগ্য করে তোলার পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন