প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৮:২১ পি.এম
নড়াইলে কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

নড়াইল প্রতিনিধি:
কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন প্রণোদনা কর্মসূচির আওতায় স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, প্রি-ক্যাডেটসহ ২০২৪-২৫ অর্থবছরের নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদরে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।
এই কর্মসূচির আওতায় মোট ১০০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১২০০টি নারিকেল চারা বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নারিকেল চারা বিতরণ করে কৃষকদের মধ্যে নারিকেল চাষে উৎসাহিত করা এবং স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন