নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতি থানার মহাজন বাজারে চাঁদা না দেওয়ায় শংকর কুমার দাস (৫৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ আগস্ট) দুপুরে মহাজন বাজারে এ ঘটনা ঘটে।
আহত সংকর কুমার দাস মহাজন এলাকার প্রমথনাথ দাসের ছেলে এবং দীর্ঘদিন ধরে ‘শাপলা স্টুডিও’ নামে একটি ফটোস্টুডিও পরিচালনা করছেন।
সংকর কুমার দাস বলেন, এলাকার ইয়াছিন সহ বেশ কয়েকজন আমার কাছে চাঁদা দাবি করে আসছে। আজ তারা আমার দোকানে এসে ৭ লাখ টাকা চাঁদ দাবি করেন। চাঁদা না দেওয়া ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করে। এছাড়াও দোকান থেকে প্রায় ৮ লাখ টাকা নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকারী ইয়াছিন মোল্লা, এরশাদ শেখ, ঝন্টু সাহা ও একরাম নামের চারজন শংকর কুমার দাসের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভাতিজা আকাশ দাস ও অনিতোস দাসকেও পিটিয়ে আহত করে তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সংকরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন