নড়াইল প্রতিনিধিঃ
নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে নড়াইলে সৈয়দ জোসেল (২৬)নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নড়াইল পৌরসভার আলাদাৎপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে সৈয়দ জোসেলকে নড়াইল সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন