প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১২:৪১ পি.এম
নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নড়াইল প্রতিনিধিঃ
‘‘অভায়শ্রম গড়ে তুলি দেশী মাসে দেশ ভরি” এই শ্লোগানকে ধারণ করে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট ) সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
পরে উপজেলা অডিটরিয়মে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন,উপজেলা নির্বাহি কর্মকর্তা সন্চিতা বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নড়াইল জেলার ঐতিহ্য দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাছ ধরার বিভিন্ন অবৈধ ফাঁদ জব্দ করে ধ্বংস করে দেয়ার অনুরোধ জানান। মৎস্য কর্মকর্তা জানান, নড়াইল জেলায় এবছর ১৬হাজার ৬৬০ মে. টন মাছের চাহিদা রয়েছে। সেখানে উৎপাদন হবে ১৮ হাজার ৬৬৫ মে, টন।অর্থাৎ নড়াইল জেলার মাছের চাহিদা মিটিয়ে আরো ২ হাজার ৫ মে, টন মাছ জেলার বাইরে বিক্রি করা হবে।
আলোচনা সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, হ্যাচারি মালিক, মৎস্য বিক্রেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন পর্যায়ের মৎম্য চাষীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন