প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৩৩ পি.এম
নড়াইলে জাতীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. নুরতাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, নড়াইল জেলা পর্যায়ের প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) নড়াইল দক্ষিন পুর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত কুন্ডু, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, জেলা কালচারাল অফিসার মো. রাকিবিল বারী, জেলা ক্রিড়া অফিসার মো. কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক দেবাশীষ বাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এই উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযাগিতায় ক্রিড়া, সাংস্কৃতি, কুইজ, কাবিং বিষয় ১৮ টি ইভেন্টে ১০৮ জন প্রতিযোগিতা অংশগ্রহন করে, অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী বিভাগে ১ম স্থান অধিকারী ৩৬ জন বিজয়ী পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন। প্রতিযাগিতা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন