নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের কালনা এলাকায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালনা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফাতেমা বেগম (৪৫)। সে উপজেলার চর-কালনা গ্রামের তকদির মোল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দুই টার দিকে ওই নারী কালনা-নড়াইল-যশোর মহাসড়কের চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কালনা থেকে লোহাগড়া গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা কে চাপা দেয়। ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান ফাতেমা। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে তুলরামপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তাদের হেফাজতে নেয়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী দৈনিক পাঠক বার্তাকে বলেন, ‘এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।,
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন