নড়াইল অফিস:
নড়াইলে ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ’ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ এই ঘটনরায় ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৪। সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাটি ছিল সাজানো নাটক। পুলিশ যশোর থেকে ইব্রাহিমকে উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় শনিবার দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রেসবিফিং করেন।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে ভিকটিমের স্ত্রী মোসাঃ ইরানী খাতুন থানায় অভিযোগ করেন, তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। অভিযোগের পর পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন, দেনা-পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন