নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-গোবরা-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল অপু। এসময় খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হয় অপু বিশ্বাস।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেলচালক সাকিব (২০), নারায়ন (২৮) এবং যাত্রী সুকদেব (৫০)-কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. জামিল কবির দৈনিক পাঠক বার্তাকে জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন