মো. নুরতাজুল ইসলাম সৈকত, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর ২টায় নলদী ইউনিয়নের চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলদী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু।
পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা জামায়াতের নেতা মাওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা মো. মাহফুজুর রহমান শাহীন এবং ছাত্রনেতা মো. তুহিন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা কামরুজ্জামান।
অনুষ্ঠানে ১ নম্বর নলদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সভার শুরুতে নেতৃবৃন্দ নিজেদের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।