প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৯:৪৬ পি.এম
নড়াইলে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলে ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফাতেমা সিদ্দিকা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ফাতেমা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্যার মেয়ে।
স্থানীয় ও স্বজন সূত্র জানা যায়, মঙ্গলবার সকালে ফাতেমা তার মায়ের সাথে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্যার বাড়িতে বেড়াতে যায়। পরে দুপুরে নানা বাড়ির পাশের গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান দৈনিক পাঠক বার্তাকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন