নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে নারিকেল চারা রোপন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নড়াইল মৎস্য খামারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলা আয়োজনে নারিকেল চারা রোপন করে এ কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ কর্মসুচির আওতায় সদর উপজেলার ২ হাজার ৪ শত নারিকেল চারা রোপন করা হবে। এর মধ্যে বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে ১ হাজার ২ শত এবং কৃষকদের মাঝে ১ হাজার ২ শত প্রত্যেককে ৫ টি করে নারিকেল গাছের চারাসহ তালের চারা রোপন করা হবে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর , নড়াইলের উপ-পরিচালক মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা মৎস্য অফিসার এইচ, এম, বদরুজ্জামান,সদর উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান ,গনমাধ্যম কর্মিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ।