নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট রোববার বিকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা(৬) আপন ভাই বোন। তারা দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান এবং বি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির শিক্ষার্থী।
এলাকাবাসী ও স্বজনদের সুত্রে জানাগেছে, শিশু দুটির মা রোকাইয়া বেগম বাড়ীর পাশ্ববর্তী নাসির উদ্দিন উজ্জ্বল মোল্যার ঘেরের পাড়ে বসে পাটের আশ ছাড়াচ্ছিলো, শিশু দুটি সেখানে খেলা করছিলো। এসময় তাদের পিতার আমেনা ও নাফিসকে বাড়িতে যেতে বলে তিনি বাজারে চলে যান। কিন্তু শিশু আমেনা ও নাফিস বাড়িতে না যেয়ে মায়ের চোখ ফাকি দিয়ে কোন এক সময় ঘেরের পানিতে গোছল করতে নেমে যান এবং গভীরতা বেশী থাকায় তারা ডুবে যায়। দীর্ঘক্ষন পর মা রোকাইয়া বেগম তাদের সন্ধান না পেয়ে খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে ঘেরের পানির ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন