
নড়াইল প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল সদর পৌর শাখার ৮নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলার পৌর এলাকায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি মিসেস শিরিন জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।
সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ কাজল লতা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইরানি আক্তার সুমি।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অশোক কুন্ডু, নগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবাদত হোসেন মিনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল হক।
বক্তারা বলেন, জামায়াত অতীতে বিএনপির সঙ্গে থেকে আন্দোলন সংগ্রামকে শক্তিশালী করেছে। কিন্তু বর্তমানে তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছে। এ লক্ষ্যে গ্রামে-গঞ্জে নারীদের নিয়ে তালিম কর্মসূচির নামে চাঁদা আদায় করছে। বক্তাদের অভিযোগ, এসব চাঁদার টাকায় জামায়াতের নেতারা বিলাসবহুল বাড়ি ও গাড়িতে জীবনযাপন করছে।
তারা আরও অভিযোগ করেন, নড়াইল-২ আসনে জামায়াতের নেতা আতাউর রহমান বাচ্চুর প্রচারণায় এ চাঁদার টাকা দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয় করে লিফলেট, ব্যানার ও ফেস্টুন বিতরণ করা হচ্ছে। পরে তালিম কর্মসূচির মাধ্যমে তারা দাড়িপাল্লায় ভোট চাইছে এবং ভোট দিলে বেহেস্তে যাওয়া যায় এমন বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করছে।