প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ১:৩৭ পি.এম
নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নড়াইল প্রতিনিধি:
“তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার ৩১ (মে) সকালে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। এ সময় আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, প্রেসক্লাবের আহবায়ক ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল, প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা আনসার কমান্ডার নূরুল আবছার, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সুব্রত কুমার সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে মাদক বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৩ শির্ক্ষাথীকে পুরস্কার বিতারণ করা হয়।
এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল, অ্যাড. আজিজুল ইসলাম, কাজী হাফিজুর রহমান, মো. নূরুন্নবী সামদানী, সাংবাদিক মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন