নড়াইল অফিসঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলা পরিষদ গেটের সামনে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কোটাকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন আলম, ইউপি সদস্য শেখ শাহ আলম, কৃষক ইকরামুল শেখ, শেখ শামীম, ব্যবসায়ী মোল্যা গোলাম কিবরিয়া প্রমুখ।বক্তারা বলেন, মধুমতির খরস্রোতা ভাঙনে প্রতিবছর শত শত একর জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ইতোমধ্যেই পুরোনো ভেড়ীবাঁধ নদীতে বিলীন হয়েছে। তাই দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত মানুষ গৃহহীন হয়ে পড়বে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলে, নদীর ওই অংশের বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিশেষজ্ঞদল যাচাই-বাছাই শেষে নদীর ওই অংশের বাঁধ নির্মাণের ডিজাইন চূড়ান্ত করেছে। নকশা অনুযায়ী বাাঁধ নির্মাণ করলে সেটা টেকসই হবে এবং এলাকার বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। তিনি জানান নকশা অনুযায়ী টেকসই বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন